Ads

header ads

এমএক্স প্লেয়ারে অডিও এবং সাবটাইটেল সিংক্রোনাইজ করতে হয় কিভাবে?

আমরা সবাই ভিডিও দেখি, আর দেখাটাই স্বাভাবিক। অনেক সময় বিভিন্ন বড় বড় ভিডিওর ক্ষেত্রে ভিডিও এবং অডিও কিংবা সাবটাইটেল এর সময়ের মধ্যে কিছু ব্যবধান থাকে। যেমন ধরুন ভিডিও তে কথা বলার পর কিছুক্ষন পর সেই কথা সাউন্ড কিংবা সাবটাইটেল আকারে আউটপুট হচ্ছে, আবার ভিডিওর আগেও অডিও কিংবা সাবটাইটেল চলতে পারে। এরকম হলে পুরো ভিডিওই অস্বস্থিকর লাগে। তো আপনি এরকম পরিস্থিতিতে কখনো পরে থাকেন তাহলে অডিও কিংবা সাবটাইটেল যেটারই সমস্যা হোক না কেন সেটা সিংক্রোনাইজ করে এই সমস্যার সমাধান করতে পারেন। অডিও কিংবা সাবটাইটেল সিংক্রোনাইজ করে পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকে মুভ করতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েড ইউজাররা কমবেশি সকলেই এমএক্স প্লেয়ার ব্যবহার করে থাকি, তো কিভাবে এমএক্স প্লেয়ার এ অডিও এবং সাবটাইটেল সিংক্রোনাইজ করতে হয় সেই বিষয়ে আলোচনা করতেই আজকের পোস্ট। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এমএক্স প্লেয়ারে অডিও এবং সাবটাইটেল সিংক্রোনাইজ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।


অডিও সিংক্রোনাইজ করার পদ্ধতি

প্রথমেই আপনার ফোনে এমএক্স প্লেয়ার ওপেন করে যে ভিডিওর অডিও সিংক্রোনাইজ করতে চান সেটা প্লে করুন। ভিডিও প্লে হলে স্ক্রিন রোটেড মোডে স্ক্রিনের টপ রাইট কর্নারে থাকা থ্রি ডট মেনুর পাশে থাকা অডিও আইকনে ক্লিক করুন তাহলে ভিডিওর অডিও প্যানেল ওপেন হবে, সেখান থেকে Use SW audio decoder অপশনের পাশে থাকা চেকবক্স টি চেকইন করে দিন তাহলে ভিডিওর মধ্যকার অডিও SW ডিকোডার এ ডিকোড হবে।


ডিকোডার চালু করা হলে এবার থ্রিডট মেনুতে ক্লিক করে Audio>>Synchronization>> অপশনে প্রবেশ করুন তাহলে অডিও সিংক্রোনাইজ প্যানেল ওপেন হবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী অডিও সিংক্রোনাইজ করে নিন।

  • ভিডিওর থেকে অডিও আগে চললে নেগেটিভ(-) আইকনে ক্লিক করে করে ধীরে ধীরে পিছিয়ে নিন।
  • ভিডিওর থেকে অডিও পিছনে চললে পজিটিভ(+) আইকনে ক্লিক করে করে ধীরে ধীরে এগিয়ে নিন।


সাবটাইটেল সিংক্রোনাইজ করার পদ্ধতি

সাবটাইটেল সিংক্রোনাইজ করার জন্য আগের মতই ভিডিও প্লে করে থ্রিডট মেনুতে ক্লিক করে Subtitle>>Synchronization>> অপশনে প্রবেশ করুন তাহলে সাবটাইটেল সিংক্রোনাইজ প্যানেল ওপেন হবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী সাবটাইটেল সিংক্রোনাইজ করে নিন।

  • ভিডিওর থেকে সাবটাইটেল আগে চললে নেগেটিভ(-) আইকনে ক্লিক করে করে ধীরে ধীরে পিছিয়ে নিন।
  • ভিডিওর থেকে সাবটাইটেল পিছনে চললে পজিটিভ(+) আইকনে ক্লিক করে করে ধীরে ধীরে এগিয়ে নিন।


আশা করি আপনারা বুঝে গেছেন। পোস্টটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর রেগুলার টিপস এবং ট্রিকস সম্পর্কিত পোস্ট পেতে এই সাইট রেগুলার ভিজিট করুন, ধন্যবাদ।

Post a Comment

0 Comments